কবিতা: শাস্তি -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা:১৬-০৫-২০২০
শাস্তি
জান্নাতুল ফীরদাউসী
ব্যস্ততার বেহায়া অজুহাত করে,
ভেসে অবহেলার নোংরা জোয়ারে,
রোগের বাহানা তুলে ধরে,
দুনিয়ার মিথ্যের আয়েশের পাল্লায় পড়ে,
আবশ্যক নামাজ কাযা করে,
আসো যদি সামনে কভু আমার ।
আমাকে পাবে অমাশ্যার আঁধার,
জল ভরা চোখে ভারী এক পাথর।
জানি তা সইবে না কোনদিন তোমার,
ঠিক তেমনি ইবাদাতে অবহেলা সইবে না আমার।
কেঁদে কেঁদে জায়নামাজে কষ্ট করবো জাহির,
আমার কষ্টে জানি তোমার চোখে বইবে নহর,
এটাই হবে ভালবাসার কঠিন শাস্তি তোমার।
আশা করি জীবনে এমন ভুল হবে না তোমার,
তুমি যে বহুসাধনার উপহার আমার আল্লাহর,
তোমায় নিয়ে আমার স্বপ্নতো জান্নাত সাজাবার,
সে কথা তুমি ছাড়া ভাল কে জানে আর?
তাই তো ভরসা আমার মহান রবের উপর,
আমার পবিত্র আরও বিশ্বাস দৃঢ় করবে বারবার,
আল্লাহভীরু তুমিই আমার জগতে সুখের সাগর,
জান্নাতেও চিরসাথী সঙ্গচাই তোমার।
কোরআন সুন্নাহ থেকে যদি যাও কভু দূর,
আমার জীবন কষ্টের জলে বেদনাবিধুর।
হে আল্লাহর প্রিয় অমূল্য উপহার।
জানি তুমি কষ্ট নও একবুক সুখ আমার,
তবু করলাম সময় থাকতে আর একটু হুশিয়ার,
যাতে শয়তান ছো মারলে একথা মনে পড়ে তোমার
দুজনেই থাকি সুখে সবার প্রিয় হয়ে বিধাতার।

Add to favorites
642 views