কবিতা -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 18, 2020
দেশপ্রেম
জান্নাতুল ফীরদাউসী
মুখে মুখে যারা দেশকে ভালবাসে খুব,
কাজের কাজে তারাই বাঁশ দিয়ে ডুব।
মুখে দেশপ্রেমের গান ,গায়ে পতাকা পোশাক,
মনে নোংরামী, অপরাধ ও নেশায় বাজায় ঢাক।
বঙ্গের প্রতি অঙ্গ জানে এদের স্বভাব চরিত্র,
তবু এরা মুখোশে আঁকে তারাই নাকি পবিত্র।
এই যদি হয় দেশের প্রতি শ্রদ্ধার বাহারি চিত্র!
তবে তো ঈমানদারের দেশপ্রেম এ চিত্রে বিচিত্র!
সঙসাজা ঢঙের দেশপ্রেমিকে দেশটাতো ছয়লাভ!
তাইতো উন্নতি কাগজে ,বাস্তবে চাপার জয়লাভ!
ইসলামবিদ্বেষী রাজনীতির অসুখে সুখী বাংলাদেশ
কোরআন-সুন্নাহ অমান্যে মুনাফিকের বীরের বেশ!
নামে তো জাত মুসলিম, কর্মে বেঈমান মুনাফিক!
অমুসলিমও আস্তিক কিন্তু ওরা হার মানায় নাস্তিক
ওরা কি দেখেও দেখে না ,বুঝেও বোঝে না?
ক্ষমতার জোড় আল্লাহর জমিনে চিরদিন টেকে না!
আল্লাহ ও নবীকে ভালবেসে ঈমানদার যারা,
দেশপ্রেমে এ জগতে তারাই সেরাদের সেরা।
দেশপ্রেম বুঝতে কোরআন-হাদিস পড়ে দেখো,
মুখে নয় দেশকে সত্যিকারে ভালোবাসতে শেখো।
এ দেশ তোমার-আমার, হতে পারে না তা যালিমের
মুসলিম-অমুসলিম জীবনগুলো হতে হবে সুখের!
ধর্মীয় অনুশাসন অনুশীলনে সমৃদ্ধ হও বাংলাদেশ
বিশৃঙ্খলা শেষে শৃংঙ্খলে পবিত্রহোক সারাদেশ!

Add to favorites
480 views