কবিতা -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 20, 2020
রহস্যময় ক্ষত
জান্নাতুল ফীরদাউসী
রসদের লেখা তো জলদের মতন,
রহস্য যেন তমসার উজ্জ্বল বদন!
সভ্যতার চাওয়া তো অরন্যে রোদন,
সত্যপরিত্যাক্ত মিথ্যার রাজ্যে এখন!
কুয়াশারোদের টক্কর ,শিশিররোদে সুন্দর
মৃত্তিকায় সবুজের প্রাণ,শীকরে জলচর!
উদর চায় আহার, হৃদয়ে মমতা দরকার
কঠিনপ্রস্তরে পুঞ্জিভুত শৈবালের কাতার!
শিলা-শৈবালেও দৃশ্যমান কি অপরুপ বন্ধন
তবু মানুষে মানুষে বিভেদের রহস্য ক্রন্দন!
জাতি ধর্মের চরম লড়াই চলছে অবিরত
প্রতি অন্তরে তাই স্পষ্ট লক্ষহাজার ক্ষত!

Add to favorites
462 views