কষ্ট তুমি উড়ে যাও -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 21, 2016
ইন্দ্রিয় হতে ইন্দ্রিইয়ের সম্পর্কচ্যূত ভ্রান্তি নিয়ে একদিন মনে হতো, কারো জন্য চিৎকার করে করে মরে যাই। বুঝতে পারলাম, ঘ্রানহীন ফুসফুসের সন্নিকটে ভীষণ ব্যাথা! বুকে হাত চেপে বহুবার কাল ছেড়ে মহাকাল ছুঁতে শূন্যে ছুটে গিয়েছি, কষ্ট আর দুঃখের মাঝে ব্যবধান খুঁজেছি। দিন শেষে রাতের আঁধারে দেখেছি, কালো আর আমার মাঝে অদ্ভুত মিল।
একদিন কষ্টকে বাক্সবন্দী করে দিলাম। কষ্টবাক্স ছুঁড়ে দিলাম আত্মা হতে মাইল খানিক দূরে। মাঝে মাঝে বাক্স খুলে হাত দিয়ে কষ্ট ছুঁয়ে দেখতাম কেমন অনাদরে আমার কষ্টেরা নেতিয়ে পরেছে! লক্ষ্য করলাম, কষ্টদের ও রঙ বদলায়। মিহি স্বরে কি যেন বলে! আশ্চর্য্য! কষ্টদের ও বুঝি অদ্ভুত এক কন্ঠ আছে! কান পেতে শুনি ওরা আমার বুকের জমিনে বসত গড়ার লিপ্সায় কষ্টকাদায় মাখামাখি। আমি আবারো হাটু গেড়ে বসে পরি কষ্ট কুড়াবো বলে।
টের পাই, নির্লজ্জ অভিমানে বিবেক আঘাত করে বুকের পাটাতনে। তিক্ততার জলকণা শুষে নিয়ে বলে, হেরে যাবার জন্য তো আসিনি!
অতঃপর একদিন, কষ্টকে দিলাম ছুটি!
কষ্ট তোমায় দিলাম ছুটি, যেদিকে পারো উড়ে যাও। চতুর শৃগালিনীর মত রাতদিন সারাক্ষন তোমার উপস্থিতি অসহনীয়! তোমায় ভেবে আজ আমার আকাশের তাঁরা গুনা হয়না! শব্দেরা গলা চেপে ধরে, গোঙ্গানীর মত শব্দ হয়! বিষে বিষে শরীর নীল থেকে কালো বর্ণ; অতঃপর দেখি অবিশ্বাসের প্রখর উত্তাপে গোড়া হতে বৃক্ষের শিকড় উপরে যায়! দেখি, পৃথিবী কাঁদে; শঙ্খচিলটা ও বড্ড বেশী সুর তুলে কাঁদে!
কষ্ট তোমায় দিলাম ছুটি, তুমি মেঘ হয়ে ভেসে যাও। বেঁচে থাকা জরুরী বলেই তোমায় দিলাম ছুটি। তুমি গড়িয়ে পরো পরবাসী মেঘ হয়ে নতুবা সময়ের দাপটে দিকভ্রান্ত জলবর্ষন হয়ে। তোমার সাথে আমার কোন সমযোতা নেই।
কষ্ট……
তুমি পুড়ে ছাই হয়ে যাও শ্মশানে কিংবা যারজ ভ্রুন হয়ে শিকর গেড়ে বসো সময়ের জমিনে। তুমি বয়ে যাও নোনাজলে শীতলক্ষা হয়ে অন্য কারো বুকে! কষ্ট, আজ তোমায় দিলাম ছুটি। যেদিকে পারো উড়ে যাও।
উৎসর্গঃ কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি পরিবারের একজন নিয়মিত অসাধারণ লেখক Asaduzzaman Shaon কে। শুভ হোক চলার পথ।

Add to favorites
1,059 views