কাপুরুষ -
এইচ বি রিতা
Published on: মে 2, 2015
তুই কাপুরুষ, তুই নুপুংশুক
তুই অবলার বক্ষে দাঁতের আঁচর বসাস।
তুই ক্ষুধার্ত কুকুর, তুই দানব
তুই প্রসূতির দেহে
দুর্গন্ধময় লালা ঝড়াস!
তুই সৃষ্টির সেরা ভুল
তুই অভিশাপ
তুই করিস না ভয় সৃষ্টির!
তুই নারীর নষ্ট অধ্যায়
ঘুনে ধরা ইতিহাস
তুই অনাসৃষ্টি; তুই ঘৃন্য দৃষ্টি সবার।
তুই কাপুরুষ বহুজন্মে
তুই অনাধীকারের প্রবেশ
সত্যের মোকাবিলায় তুই ভীরু
সমাজের অনিয়ম মোকাবেলায়
বলহীন কাপুরুষ
কাঁপে তোর বুক দুরুদুরু।
যদি পারিস তবে কেড়ে নে
সমাজের শোষকদের তলোয়ার
লুঠন কর সমাজের অনিয়ম
ভেঙে গুড়িয়ে দে সব অনাচার।
তুই পারিস কি বল ভীরু নর্দমার কীট,
গলাপঁচা দুর্গন্ধময় তোর বিবেক
তুই ক্ষুদার জ্বালা সইতে না পেরে
মা এর সম্ভ্রমেও বসাস থাবা।
তুই জ্বলন্ত হাবিয়া,তুই আগুনের ফুল্কি
মা এর দেহেও খুঁজিস রসালো উল্কি
তুই অন্ধ, তুই বধীর
তুই করিস না ভয় আল্লাহ-নবীর।
তুই পাপী, তুই পশুর চেয়েও নিকৃষ্ট
পশু নিষ্পাপ, পশু বিবেকহীন বধীর
তুই পঞ্চইন্দ্রিয় অধিকারী শয়তান
তুই অচ্যুত, তুই শকুনের চেয়েও নীচ
তুই জীবন্ত দেহ খুঁড়ে খুঁড়ে খাস,
নিস্পাপ শিশু,বৃদ্ধা কারো রেহাই নেই তোর থেকে
তুই মস্তিষ্ক বিকৃত দানব।
যার দ্বারপ্রান্তে তুই মাথা উঁকি দিয়ে
পৃথিবীর আলো দেখেছিলি এককালে,
তোর লালসায় রক্তাক্ত সেই নির্জীব নারী যোনী;
কত কুৎসিত কদাকার তুই!
তোর ধ্বংস অনিবার্য
তুই সৃস্টির সেরা ভুল।
তোর রেহাই নেই, তুর পৌরুষত্বে ধরুক পচন
পশুর গুহ্যদ্বারে কিলবিল করা কীটে খসে পরুক তোর পুরুষাংগ
তুই কাপুরুষ, তুই গর্ভজাত মা এর কলংক
তুই নারীর অভিশাপ
তুই অভিশপ্ত জীবন্ত লাশ!

Add to favorites
1,932 views