কাল্পনিক স্বর্গ -
আসাদুজ্জামান শাওন
Published on: ডিসেম্বর 21, 2016
কাল্পনিক স্বর্গ
আসাদুজ্জামান শাওন
——————————————
মহাকাল,
স্বর্গ আর কতদূর!
তুমি মৃদু হাসলে অবশেষে
আবেগের নরম সুরে বললে
প্রেমিক তাকিয়ে দেখো-
আমার মায়াবী শীতল কাজল-কালো দু’চোখের গহীনে,
তোমার অদেখা স্বর্গ আর দূরের অজনা পথ।
আমি স্থির মস্তিষ্কে সে দৃশ্য বিদ্ধ করেছিলাম দু’চোখে;
আহা!অদ্ভুত এক স্বর্গীয় অনুভূতিতে ভেসেছিলাম সেদিন।
অথচ,এতগুলো প্রহর শেষে;
আমার মনে হলো সবকিছু ছিলো মরিচাধরা দৃশ্যপট।
প্রেমিকা!তোমার দু’চোখের গহীনে আজ দৃশ্যমান-
ভিসুভিয়াস এর ক্যানভাস!
কাঁটায় যুক্ত থাকা একটি বীভৎস রাতের পথ।

Add to favorites
858 views