কিছুই ছেড়ে যাবার নেই -
এইচ বি রিতা
Published on: আগস্ট 25, 2018
ভেবেছো ছেড়ে গেলেই সব শেষ
ছিটেফুটা ভালবাসা, অহেতুক আহ্লাদে গল্পময় বিকেল
সব শেষ! সব শেষ!
অথচ তুমি জানলেনা,
নস্টালজিক শোকে বেনামী অস্থিরতা কেমন অন্ধকার হাতরে বেড়ায়
এপারে-ওপারে কতশত মানুষ, মানুষ ছেড়ে যায়
তবু শেকড় গেঁথে থাকে একই স্থানে; উপরে নেয়া কি যায়?
ছেড়ে যাওয়া সহজ নয়
উপরে ফেলা আরো কঠিন
যা যায়, যে যায়
বৃত্তের ঘূর্ণয়নে একদিন সব ফিরে ফিরে আসে।
কিছুই ছেড়ে যাবার নেই তোমার
খতিয়ে দেখ বাক্সবন্দি কাপর, টুকিটাকি সংসার
কোন এক কোণে তুমি
ঠিকই বাক্সবন্দি করে নিয়েছো মায়াময় স্মৃতি
আত্মার এতটুকু অংশাবশেষ
খুঁজে দেখ, কোন এক পুটলিতে বাঁধা পড়েছে প্রিয় মুখ
কিছুই ছেড়ে যাওনি তুমি।
কিছু্ই ছেড়ে যাবার নয়।