কিছু ব্যর্থতা আর কিছু স্বপ্ন -
রুপক চৌধুরী
Published on: জুন 1, 2019
তোমাকে সংসার দিতে পারি নি হয়তো,
তথাপি,কামনা রচি তুমি বন্দী থাকো সদায়,
কোন স্বর্গীয় সংসারের সীমাহীন সীমান্তে নিরবধি,
তোমার কপালে সিঁদুরের ছাপ দিতে পারি নি ঠিক,
অথচ সেই স্বপ্নে বিভোর থাকি,
তোমার কপালে সুখকে কেন্দ্র করে এঁকে থাক,
সিঁদুরের রাতুল বৃত্ত যুগে যুগে নিঃসংকোচে,
তোমার হাতে পরাতে পারি নি সাদা শাঁকের শুভ্রতা,
তবু প্রত্যাশায় থাকি জেনো,
জীবনের অলিগলি শুভ্র হোক সফেদ শঙ্খের আর্শীবাদে,
আমি রংয়ে উদাসীন ছিলাম,
শেখালে, সবুজের প্রাণবন্ত রুপের লাবন্যতায় ভাসতে,
আমার গোধূলীতে ভয় ছিল সীমাহীন,
জানালে,গোধূলী মূলত প্রেরণার প্রতিমূর্তি,
তবুও বেলা শেষে আমার অংকেরা ভুল হয়ে যায়,
ভাবনার সৌরভ খেই হারিয়ে ফেলে ব্যর্থতার সমীকরণে,
অধিকার কি সত্যিই আছে অত কিছু ভাবার !
নাকি সবটাই ব্যর্থ মনের বিবর্ণ বাড়াবাড়ি ।
নদী তুমি ঠিক বয়ে যাও অবিরত,
স্বীয় মনের প্রকোষ্ঠে,নিজ খেয়ালে নিরবে নিরালায় ।

Add to favorites
1,616 views