কিছু সুখের খোঁজ অতঃপর সম্মুখে দলছুট দিনেরা -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 8, 2022
হিসেব না বোঝে অংক কষতে যাওয়া মাঝি,
অচেনা চুক্তিতে তার গরমিল গরিমার হিসেব-নিকেশ,
সরলরেখার মধ্যে কতটুকু সরলতা আছে?
কোন কালিতে জীবন্ত হয় কংলকের কুলনাশা প্রাণ,
তুমি জানতে আমি ডুবে যাবো ঠিক,
তারপর সকাল-বিকাল উল্টে যাবে বিস্মৃতির বিষ্ময়ে,
নদী আমার মুখাপেক্ষী ছিলো না কোনদিন,
তার বুকে ঢেউ আছে,মীন আছে অফুরন্ত বৈভবে,
কতো কৌশলে কতোবার আঁকে তারে দুরন্ত শিল্পী,
তারপরেও তার বিশ্বাসঘাতক হাত,
চোখের পলকে বিলীন করে কূলের গাম্ভীর্য,
জেলের জলসা সাজিয়ে তার কূলে বাসা বেঁধেছি,
তাইতো বছর বছর হাঁটতে হয় নতূন আস্তানার খোঁজে,
বর্ষার নদী মানুষ চেনে না-কূলের ধার ধারে না,
তারকাছে যারা সুখের তালাশ করে-তারা জানে,
একজীবনে তাকে বশে আনা যাবে না,
পৃথিবীর পরিধিতে তার পরিযায়ী বসন্তের বিলাস,
দু’দিনের কোমার্যে থাকে তার বারোমাসি আড়ষ্টতা।

Add to favorites
83 views