কি আজব -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 5, 2013
আসমানের বুকে ঘন মেঘ জমে
বৃক্ষ লতাদির দেহেও নাকি প্রাণ আছে
কান্দে জমিন কান্দে আসমান
মানুষ পরাধীন হয় সময়ের কাছে !
দিনের শেষে আঁধার নামে
মনুষ্য দেহে নামে ক্ষয়
দম ফুরালেই ধ্বংস তোমার অহমিকা
প্রাণহীন বস্তুটি অসাড় পরে রয়!
মরনের কালে কেউ কারো নয়
কি নিষ্ঠুর এই দুনিয়ার লীলা
বদ্ব মাটির ঘরে একলা দেহ
ভেবে দেখ সংগে কি নিলা !
বিত্ত বড়াই সবই মিছে
মানুষ ছুটে কিসের পিছে
দমে দমে মরি বাঁচি
আমার শেষ ওই দমের কাছে !
কি আজব এই বেঁচে থাকা
নিয়তি তোমার ললাটে আঁকা
এই আছি এই নাই
রুহের গমন যায় না দেখা!