কুঁড়ি বছর আগে -
এইচ বি রিতা
Published on: জুলাই 3, 2012
সোনালী রৌদ্রে হেঁটে বেড়ানো যুগল
আর তোমার চোখে চেয়ে স্বপ্নে হারানো
সেই কুঁড়ি বছর আগে
তীব্র ক্ষুধায় বিনিদ্র হাজার রাত
তোমার পিঠে পিঠ ঠেকিয়ে সারারাত গান শোনা;
আজ আর হয় না।
অস্তিত্ব বিলিন নড়বড়ে শরীর
ভীষণ ক্লান্তিকে ধৈয্য হারা
শ্রবনশক্তি কমে যাওয়ায় ঝাপসা নয়নে বিষাদ
থরথরে কম্পিত বৃদ্ধা হস্তে
আমি দু’হাত বাড়িয়ে তোমায় ডাকি
সেই কুঁড়ি বছর আগের আমি আর আমি নেই।

Add to favorites
1,132 views