কুমারী মায়ের গল্প -
Zubaer Kajol
Published on: নভেম্বর 7, 2016
—জুবায়ের কাজল
একটি মেয়ের পরিচয় পেলাম শান্ত-শিষ্ট সে
একদা সুন্দর করে কথা বলেছিল আমার কাছে এসে,
তখনও জানতাম না সে কখনও জাবে সাগর জলে ভেসে।
আসুন আমরা শুনি তবে মেয়েটির কাহিনী
সুন্দর ছিল তার দুটি চোখের বাঁকা চাহনী,
দেহের গড়ন হালকা ছিল, কৃষ্ণ বরন তার
মূল কাহিনীর বিষয়টি আমি তুলে ধরব এবার।
একদা সে ধর্ষিত হল জৈনিক লোক দ্বারা
হল সে অবশেষে নিজ ইজ্জত হারা,
দিন গেল মাস গেল ভাবতে থাকে মেয়ে
এমন একটা লজ্জার কথা বলব কাকে গিয়ে?
শুনলে পরে কষ্ট পাবে তার মা-বাবা
শেষ করে দিতে পারে তাদের মরণের থাবা,
ভয়ে ভয়ে কাঁপতে থাকে, ভাবে করব কি আমি?
এক জনই জানে শুধু ঐ অন্তর্জামী।
শেষমেষ সে স্থির হল বাদ দিল সে কাঁপা
বিষয়টি সে দিয়ে দিল একেবারে চাপা,
শাক দিয়ে মাছ ঢাকেনা কথা আছে ভাই
একথাও রইলনা চাপা জেনে গেল সবাই,
কিছুতেই মেয়েটি আর থাকলো নাকো স্বতী
বিয়ের আগেই হয়ে গেল সে পূর্ণ গর্ভবতী।
দশমাস যেতে না যেতেই হল একটা সন্তান
সমাজের কাছে হতে হবে করুণ অপমান,
এই ভেবে শিশুটিকে সে মারল গলাটিপে
ভরে গেল মেয়েটির জীবন অনন্ত অসীম পাপে,
আত্ম-হত্যা করবে সে করল সংকল্প
মুছে দিয়ে গেল সে একটা কুমারী মায়ের গল্প।।

Add to favorites
1,140 views