কুয়াশা -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
ল্যাম্পপোষ্টের আলো হারিয়েছে
কুয়াশার বাদুরে বুকে
গাড়ির স্টিয়ারিং হুইলচেয়ারের হাতল,
পলকে বিলীন হয় কুয়াশার কৃষ্ণগহ্বরে
অথচ,সফেদ কুয়াশার জ্যোস্না হওয়ার কথা ছিল,
সাদা মানেই স্বচ্ছ নয়,হাসি মানেই উচ্ছ্বাস নয়,
সাদা কখনো নিকষ কালো হয় কুয়াশার বেশে,
লালের কোন চিহ্ন থাকেনা যেমন
যাযাবর লাল দিঘীর রংহীন অথৈ জলে।

Add to favorites
439 views