কেউ কথা রাখেনি -
এইচ বি রিতা
Published on: মে 15, 2013
বয়স তখন বারো কি তেরো!
অংকের স্যার একদিন ইতস্তত হয়ে বলেছিলেন,
ডার্কু! তুই খুব মেধাবী
তুই বড় হ, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন!
কালি পুঁজোয় নাড়ু খেতে গিয়ে
বড় বাড়ির সুকুমারদা’র চোখে চোখ;
কি যে এক অনুভূতি!
দা’ বলেছিল,
ডার্কু সন্ধ্যাকালে একবার এদিকটায় আসিস
একটা কথা ছিল!
মেঝদা’র বন্ধু বলত,
ডার্কু! আমায় বিয়ে করবি?
ভেন্নু বলত,
ডার্কু! তোর মত বন্ধু হয় না রে! আজীবন পাশে থাকবি তো?
প্রথম ভাল লাগার আবেশে শুভদা বলতো,
ডার্কু! এত প্রেম আসে কোথা হতে?
তারপর দিন গেল, মাস গেল, বছর গেল
স্যার চলে গেলেন, সুকুমারদা এদিকটায় আর এলেন না।
মেঝদা’র বন্ধু বঊ নিয়ে বিদেশ গেলেন, ভেন্নুকে আর দেখা গেলনা।
কেউ কথা রাখেনি!
বাস্তবতার কঠিন জোয়ারে ভেসে গেছে সব
ভেসে গেছে সময়
শুধু খণ্ড স্মৃতি গুলো মাঝে মাঝে উঁকি দেয় মনের ক্যানভাসে
কচুরিপানার মত ভেসে বেড়ায় সময়ের ঢেউয়ে-
কেউ কথা রাখেনি।

Add to favorites
906 views