কেওরা তলা – ফারিদ আহমেদ -
Sod.da.33
Published on: অক্টোবর 7, 2017
দু’ধারে সারি সারি হাজারও বাবলা গাছ
মধ্যে আঁকা-বাঁকা সরু বহুদূরের মেঠো পথ,
নেই কোন শহুরে জ্যাম-জট,আর যাত্রার রথ।।
বিকেলের শেষটায় এ পথ হাটতে হাটতে•••
মাঝে মধ্যে আমাদের আড্ডা বসে বট তলায়
বেশ ভালোই জমে শিবলু মামার চায়ের শপটা’য়,
আবার কখনো’বা বসে গল্প করি কেওরা তলায়..!!
_______________________________________
১১/০৮/২০১৭ খ্রিঃ
শালখালী-শোভনালী।।

Add to favorites
990 views