কে আছিস -
এইচ বি রিতা
Published on: মার্চ 13, 2012
কে আছিস ওখানে, দেখে যা আমায়
একলা ঘরে একলা আমি
কষ্টের দানব; ঘিরে রাখে আমায়!
আয় না রে কেউ একটা বার,
আমার দরজায়!
অশান্তিরা নির্ঘুম প্রহরী
শান্তিরা জেগে ঘুমায়!
আমি ছুটি হন্যে হয়ে
কিসের ভরসায়!
জীবন্ত লাশগুলো আমায়
কুড়ে কুড়ে খায়!
কে আছিস ওই দেওয়ালের আড়ালে
আয় না কাছে আয়!
কত রাত আছি একলা জেগে
যদি মুক্তি পাই!
আয় না কাছে ঘুম পারাতে
আমার আঙ্গিনায়!
কোল পেতে বসতে দিব
আদর মমতায়!
একটি বার দেখে যা রে
নিজ আঙ্গিনা ছাড়ি
বেদনায় ভরা আঁখি দুটিতে
কে দিয়েছে আড়ি!
ওরে,কে আছিস রে মধ্যরাতে
জেগে অবেলায়
একলা ঘরে একলা আমি
কষ্ট আমার গায়!

Add to favorites
671 views