কে ডাকে -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 5, 2012
রাতের আকাশ দেখেছো কখনো?
মলিন আঁধারে শান্ত আকাশে কেমন তারার ঝিকিমিকি
এমন আকাশ বড় ভাল লাগে!
জ্বানালার কার্নিশে পা ঝুলিয়ে
হাজার তারার মাঝে কতবার হারিয়ে গিয়েছি
অন্ধকার হাতরে নিজেকে আবিস্কারের চেষ্টায়
কিছু একটা টের পেতে পেতে
শূন্যতায় কোথায় যেন কি উকি দিয়ে ডেকে গিয়েছে বার বার;
এর নাম কি?
কষ্ট বললে ভুল হবে, কষ্ট থাকে বুকের ভিতর
তবে কে ডাকে?
কে ডেকে বলে ভর দুপুরে খোলা মাঠে চল হেঁটে আসি?
সমুদ্রের তীর ঘেঁষে চল চোখের জলে সমুদ্র ভিজিয়ে দেই?
কে আমায় জড়িয়ে ধরে দু’পায়ে
যেন শত জন্মের ক্ষুধা নিয়ে একটি রাত জাগবে বলে
মিনতিতে আকুতি, ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে।

Add to favorites
1,029 views