ক্যাকটাসে বিদ্ধ ভালোবাসা -
আসাদুজ্জামান শাওন
Published on: মে 21, 2016
ক্যাকটাসে বিদ্ধ ভালোবাসা
আসাদুজ্জামান শাওন
—————————————————
প্রেমিকা বড় অদ্ভুত লাগে ভাবতে
যতবার তোমার ঐ নরম দু’টি হাতে
গোলাপ ফুল বিসর্জন দিয়েছি প্রার্থনার ছলে,
প্রেমিকা ততবারই তুমি দিলে আমায়
ক্যাকটাসের অপূর্ণ ইচ্ছা।
সর্বশেষ ভালোবাসাটাই অর্ধগলিত মৃত স্বপ্ন!
আমি ভাবতে ভাবতে পথ চলি
প্রতিনিয়ত চলি,হাজারবার চলি,অবিরত চলি,
পথের শেষাংশে কেবল ক্যাকটাস হাতে দাঁড়িয়ে তুমি!
অদ্ভুত লাগে ভাবতে তবে কি ক্যাকটাস মানে ভালোবাসা?
আমাকে প্রতিনিয়ত ভাবায়
আর আমি অবিরত ভাবি
হয়ত প্রেমিকা মানেই ক্যাকটাসে বিদ্ধ ভালোবাসা।

Add to favorites
2,722 views