খতিয়ান -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
রুদ্ধ বিকেল বহমান যেন নিস্তব্ধ এক রাগে,
খেয়ালি কোন সত্তা বসে বিরস ছবি আঁকে ।
রং তুলি তার ক্যানভাস বুকে উদাসী এক ছলে,
চলছে ছুটে বাঁধন টুটে নানান কথা বলে ।
ছবির বুকে উঠছে ফুটে গানিতিক বেদনা,
মনকে বলে যা গেছে যাক আনমনে কেঁদোনা।
যে নিয়েছে রক্ত গোলাপ বজ্র হাতে তুলি,
খতিয়ানে লেখা ছিলো হয়তো খোলাখুলি ।
শূন্যতার এক অসীম লীলা জগত মাঝে খেলে,
সৃষ্টিতত্তের সকাল সাঁঝে শূণ্যের দেখা মেলে।
জগত মাঝে কেউ খালি হয় ভাগ্য বিড়ম্বনায়,
যা ছিল তার সবটা হারায় অদ্ভুত সব দেনায়।
সেই কাতারে পড়ে গেছি অগ্নিমান্দ্য দোষে,
খান্ডবে আজ পুড়ে গেছি তার জ্বালানো রোষে।
খতিয়ানে যা উঠেছে সবটাই জাগতিক,
আমরা দেখি ব্যাপারটাকে আস্ত রোমান্টিক।
তোমার কাছে আমি না হয় পৌরনিক দেবতা,
অস্তিত্ব তার সংকটে আজ নিছক লোকায়তা,
পুরুষ বলে কিছুইতো নেই সবটাই প্রকৃতি,
যে লিখেছে এই খতিয়ান সে পুরুষের আকৃতি।

Add to favorites
400 views