খাদিজা -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 27, 2016
মেয়েটি পরে ছিল নির্জীব অসহায়
যেন পৃথিবীর নিষ্ঠুরতায় সমযোতা করতে প্রস্তুত!
মেয়েটি মেনেই নিয়েছিল মৃত্যু অবধারিত
নক্ষত্র হয়ে পাখির কলরব ফেলে
শঙ্কার উৎকন্ঠায় একটি মৃত্যুর অপেক্ষায়;
আকাশে দেখে প্রাচীন দুঃখের পাহাড়!
মেয়েটি ঘুমিয়ে পরছে পৃথিবীর গোপন সুড়ঙ্গে
অসংযত লাল রঙ্গে,
বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র হতে মানবতার জলছাপ
ঈশ্বর নির্বাক; উদ্দেশ্য ছুড়ে দেয় পৃথিবীর গায়ে
নির্বোধ জনতা শোকে বিমূড়, ঈশ্বরের দিকে তাকিয়ে!
মেয়েটি প্রাণপণ বেঁচে থাকার সীমাহীন যুদ্ধে মরে যাচ্ছে
ঈশ্বর তবু দেখেন, কেবল দেখেন
ঈশ্বরের চেতনা ভাঙ্গে এমন সাধ্য কার!
মেয়েটির জন্মকালে নাম ছিল নার্গিস;
আর মৃত্যুকালে সে কেবলই রক্তাক্ত লাশ!
মেয়েটি জন্মেছিল ভুলে হাজারো স্বপ্নের মল পায়ে
যেতে যেতে কি নিদারুন ক্ষত নিয়ে গেল গায়ে!

Add to favorites
1,168 views