খোঁজ -
গোপেশ দে
Published on: সেপ্টেম্বর 3, 2016
কাশিতে আঁদা খেয়ে গলার সুড়সুড়ি যায় কমে
গান গেয়ে সারেগামা..আদাজল খেয়ে ছুট
তেপান্তরের দৃশ্যাবলী মনোরম
মেয়েটি দাঁড়িয়ে কাশবনে
আদার ব্যাপারী জাহাজের খোঁজ করে যায়
মেয়েটির ঘরে বৃষ্টি হলে ব্যাপারী বুঝে
মনে বৃষ্টি….বোঝা বড্ড দায়
ভ্রু কুঁচকে আমাকে আবিষ্কার করতে ব্যাপারী
তুমি কেন জাহাজের খোঁজে চলে যাও
অপারগ দাদের মলম
এতটা বোকা আমি নই।

Add to favorites
1,817 views