গণ-অভ্যুত্থান -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 12, 2017
গণ-অভ্যুত্থান
আসাদুজ্জামান শাওন
———————————————
জরাজীর্ণ পুরানো মৃত রাজ্যে
বিদঘুটে আলো-আঁধারের নিস্তব্ধ উৎসব
বীভৎস অন্ধকারে শক্তির বিকৃত কন্ঠের উল্লাস,
অন্ধকারে সমাধিস্থ রক্তাক্ত মাতৃভূমি,প্রবাহিত হয় রক্তকালো স্রোতস্বিনী।
অশুভ শক্তিধর শয়তানের রক্তপান সংস্কৃতি – নরকভূমি
কোটি কঙ্কালের অন্তিম মৃত্যুযোগে;গণকবর!
নিরুপায় সমাজের দাসত্ব বরণে – আবির্ভাব গোর খননকারী।
পঁচা দূর্গন্ধ অর্ধ ভক্ষণ শবদেহ – স্বাধীনতার
ভয়ংকর রূপ ধারণ – ভৌতিক গণতন্ত্র;তীক্ষ্ণ নখের আঁচড়ে – ক্ষত-বিক্ষত কুৎসিত বাকশক্তির দেহ,
মৌলিক অধিকারের ঘাড়ে রক্তপানরত পিশাচ;শ্যাওলায় আক্রান্ত ভূতুড়ে সমাজ ব্যবস্থা।
পতাকায় খসে পড়া অমাবস্যা – লাল-সবুজ রংয়ের সতীত্বনাশ,ক্ষমতা দখলে – রাজত্ব।
দৃষ্টিহীন মুমূর্ষু আইনে রক্তের কালো দাগ,অর্ধমৃত বিচার ব্যবস্থা;
কালো যাদুর শিক্ষা ব্যবস্থা – অশুভ কালো বিদ্যা,
ধূসর ভূমির পথে;কালো চক্ষুবর্ণ শয়তান জাত নেকড়ে প্রশাসন – কঙ্কাল নিধন;
দেয়ালের গহীন অন্ধকার অতল গহবর;ছড়িয়ে-ছিটিয়ে থাকে প্রতিবাদের শবদেহ – নিশ্চুপ আত্মচিৎকার।
শয়তানের দুঃশাসন;গভীর অন্ধকার!
ধ্বংসাবশেষ গণভবন, পিশাচগণদের বিকৃত হাসি,রক্তের সুরায় – মদ্যপান;
প্রাচীন কালো অন্ধকারে ভাঙ্গা সংসদ – রক্তচোষা বাদুড়ের সংবিধান ধর্ষণ,
আহত সচিবালয়, অন্ধকার অগণিত কক্ষ – রক্তিম চোখে ভয়ংকর কাক।
ভীত রাজ্য কালো দুঃশাসন,মানচিত্রে শয়তানের প্রতীক
রক্তাক্ত ভূমির ছিন্ন-বিচ্ছিন্ন বুকে,কঙ্কালের বধ্যভূমি – গণকবর!
ছয়-ফুট গভীর অন্ধকার – ঘুমন্ত প্রেতাত্মাগণ;অশরীরী বিপ্লবে।
উপাসনালয় – সময়-প্রহরের গণ প্রার্থনা
দূরাগত অদৃশ্য বাতাস,গণকন্ঠের আত্মচিৎকারে – বিষাক্ত ক্রোধ।
কবরের মাটি ভেদ করে উঠে আসা প্রেতাত্মাগণ – আগত কঙ্কাল সৈনিক
আন্দোলন বহ্নিশিখা,তীব্র ক্রোধ।
প্রেতাত্মাগণদের আগমনী বার্তা,শয়তানের ধ্বংস অনিবার্য;
নরকভূমির ময়দানে – সংঘটিত যুদ্ধ।
আগত প্রেতাত্মাগণদের বিপ্লব;শয়তানের অস্তিত্ব বিলীন,
অশুভ শক্তির পরাজয়,অপেক্ষমাণ ভোর;
সূর্যের মুক্তি;কালো শক্তির বিনাশ – গণ-অভ্যুত্থান।

Add to favorites
998 views