গদ্যপদ্য -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 12, 2020
স্বাধীনতার শখ!
জান্নাতুল ফীরদাউসী
স্বাধীনতার আশে, বীর-শহীদ হবার শখে,
লড়েছিলে বুঝি লড়াকু !
তাই যদি না হবে ,তবে কেন আজো?
গুমরে কেদেঁ মা ভাসে রক্তস্রোতে!
আজও কেন সম্ভ্রম হারিয়ে মা-বোন নিস্বঃ?
বাবা-ভাই,পতি কেন তাদের জন্য অসহায়ের মত হতাশায় আত্মহননের তিমিরে হারিয়ে নিস্বঃতার প্রমাণ যোগারে নরকের বাসিন্দা হতে বাধ্য ?
বুকভরা ভালোবাসা ও অন্তরের গভীর শ্রদ্ধা
বিজয়ের মাসে সকল বীর , শহীদ ও প্রকৃত দেশপ্রেমিকদের জন্যে।
প্রচন্ড ঘৃণা দেশদ্রোহী ,বেঈমান, চরিত্রহীন জঘন্য মনুষ্যশুয়োর,শকুন , ও হায়েনাদের জন্য।
প্রকৃত দেশপ্রেমিক চাপাবাজ চতুর ধোকাবাজ নয় !
তারা মা মাটির সম্মান বাঁচাতে জীবনকে তুচ্ছ জ্ঞান করে
শত্রুর মোকাবেলা করে স্বাধীন ভূখন্ড পেতে আমৃত্যু লড়েছে ও লড়ছে।
বুকের তাজা রক্ত ঢেলে দিলে রাজপথে,
রক্তের স্রোতে বাড়ালে নদীর স্রোত,
সে স্রোতের টানে ভেঙে পড়লো অবাধে দুকূল।
রক্তের ধারায় রাঙালে দেশটাকে
সবুজ শান্তির প্রিয়জন্মভূমিতে ফোটাতে পবিত্রতার ফুল!
বিশুদ্ধ ও সুবাসিত অক্সিজেন প্রাণভরে নিবে বলে বাকি বেলা!
বেলা আজ, অবেলায় ,দিনমনি অস্তের অপেক্ষায়,
জীবনখেয়া অবিচারের আক্ষেপ ,অভিযোগে ভর্তি
জবাবদিহিতিতার বৈঠা যেন প্রহসন ও তামাশার নব কীর্তি!
সুদ,ঘুষ,মদ ও পতিতায় দেশটা বেশ রঙিন,
অন্যায়- অবিচারের জন্য পূন্যমন্দির বলা চলে!
দেশটা যেন মস্তথিয়েটার!
রোজ চলে গুম, খুন, যেনা ব্যাভিবচারের নাটক,
সে নাটকের গল্প ধরে জন্মে অগনিত জারজ,
জারজদের সমাজে চলে নষ্ট আবেগের লালন,
পবিত্র জীবনবোধ হতে চলেছে জাদুঘরের অমূল্য সংরক্ষণ!
যদি চলতেই থাকে মুসলিম নিধন কর্মসূচী !
হয় মুসলিম শূন্য হবে দেশ,
নয়তো পরিপূর্ন
মুসলিমে পবিত্র হবে সোনার বাংলাদেশ।
সবার ধর্মে যদি থাকে স্বাধীনতা !
মুসলিম মানবে কেন চলায় বলায় তার পরাধীনতা?
কোরআন যা বলে ,হাদিস যা বলে,
তাতে অনেকেরই খুব জ্বলে!
তাই বলে কি স্বাধীনদেশে কোরআন ও হাদিসের চর্চা বন্ধ করে দেব বল বীর-শহীদরা?
বাঙালি জাতি বীরের জাতি লড়তে তারা জানে ,
এই লড়াটা শিখেছিলো জাতি মুসলিম নেতাদের হাত ধরে।
ইতিহাস পড়ো বারবার পড়ো,
বেশি গভীরে না যাও শেষের দিকে দেখো সেখানেও যুদ্ধের নায়ক বঙ্গ বন্ধু শেখ মুজিব যিনি অমুসলিম নয় মুসলিম।
কাজেই বিজয়ের মাসে এসো সবে সংযত হই,
মুসলিমদের নিয়ে প্রহসনের খেলা বন্ধ করি,
না হলে স্বাধীনতার শখ পূরনে জ্বলে উঠা বাঙালীর
আরেকবার জ্বলে উঠতে সময় লাগবে না একদম!
হুশ হারিয়ে বেহুশ নয় কোন মুসলিম!
তবুও সবাই নিরব?
কারন একটাই মুসলিমের রক্তে বয় শান্তির ধারা,
তবে সীমালঙ্ঘন হতে থাকলে সৃষ্টি হবে কোপানল,
কোপানলেই বিলীন হবে ইবলিশের সকল সারথী হোক সে আস্তিক কিবা নাস্তিক!
বীর শহীদের রক্তে ধোয়া পবিত্র দেশ দাও,
যে যার ধর্ম পালন করুক প্রকাশ্য দিবালোকে,
ইসলাম প্রচারে বাঁধা দিয়ে কেউ রাজা গৌড়গোবিন্দ হতে চাইলে তাকে দেশের ৮৫% মুসলিম তার যোগ্য জবাব দিতে ব্যর্থ হবে না ইংশাআল্লাহ ।
চল পাল্টাই
নামে নয় কর্মে মুসলিম হয়ে ,
পৃথিবীতে শান্তির কেতন উড়াই।

Add to favorites
513 views