গদ্য-পদ্য:অস্তিত্বের যুদ্ধ কলম ও আমলে -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 5, 2021
অস্তিত্বের যুদ্ধ কলম ও আমলে
জান্নাতুল ফীরদাউসী
কষ্ট বোকা বনে যায় লেখার আবেগে আর চাপে পড়ে,
জীবন স্থবির কিছুটা তবে ছন্দহীন থাকতে দেই না কখনোই।
কষ্টের সাথে কোন আপোষ আমি করি না করবো না!
কারন কষ্টের সাথে আমার কোন শত্রুতা আছে বলে মানি না।
কষ্ট এক প্রকাশ অদৃশ্য অনল যা পুড়ে আমায় অনুমতি ছাড়াই কয়লা বানায়!
আর একটু সুযোগ দিলে আমায় ভস্ম বানিয়ে হাওয়ায় মিলিয়ে হাসবে!
আর আমি অস্তিত্বহীন হয়ে ভেসে বেড়াবো মহাকালের পথে পথে।
আমি অস্তিত্বের লড়াই করছি কলমে ও আমলে।
কষ্ট কে তুচ্ছ করে রাখি তাই বেআমলে।
প্রত্যাশার এক জান্নাত আমায় বীনা সূতায় টানে!
কষ্টকে এ গ্রহে রেখে একদিন যাব তার পানে।

Add to favorites
533 views