গন্তব্য-২ -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
প্রখর রোদে ঝলসে যায় দেহ, ক্ষতবিক্ষত হয় হৃদয়
আত্মচিৎকারে অবেলায় ভেঙে পড়ে নোনাধরা স্মৃতির দেয়াল।
রোদে পুড়ে পুড়ে আকন্ঠ তৃষ্ণায় জ্বলে যায় প্রাণ;
আমি জল কোথাই পাই? জলের আশায় হাত বাড়ালে
ধূলোর ঘূর্ণিঝড় এগিয়ে এসে আমার শ্বাসপ্রশ্বাস চেপে ধরে।
হঠাৎ ধেয়ে আসে কালোঝড়- ভেঙ্গে পড়া দেয়ালকে উড়িয়ে নিয়ে যায়;
স্বপ্নের সীমানা ছাড়িয়ে অনেক অনেক দূরে, তেপান্তরের পথে।
নদীর জলে ভাসতে ভাসতে ফুলে ফেঁপে ওঠা দেহের
ভবিষ্যৎ নেই তবু অহর্নিশি খুঁজে বেড়ায় আকাঙ্ক্ষিত গন্তব্য।
5 september 2016

Add to favorites
766 views