গন্তব্য -
পেন্সিলে আকা পরী
Published on: আগস্ট 28, 2016
এইতো !
আর একটু বন্ধুর পথ পেরোলেই সামনে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর রয়েছে প্রতিক্ষায় আমাদের ;
সেখানে রোপিত আছে যুগল যাবতীয় স্বপ্ন বৃক্ষ।
পেছনে ফেলে আসা কাঁটাতারে আচ্ছাদিত ক্ষেতে এখন ঘোর অমাবস্যা !
অরুনাভ ,
তোমার মনে পড়ে !
কেমন লুকোচুরী খেলাতে আবদ্ধ ছিলো আমাদের তৎকালীন দিনরাত্রী ?
আমরা কেমন দূরে যেতে যেতেই আরো নিকটবর্তী হয়ে গেলাম কালক্ষেপনে ;
তারপর ভালোবাসার লোভে চকচকে তোমার চোখ,
পালকহীন ঝাপটানো ডানাসমেত প্রবল ঝড়ে আমার উড়ন্ত চুল !
এসব কিছুই হয়ে গেল ঘড়ির কাঁটার মতো টিকটিক ঠিক সময় গুণে।
এখন আর বিভ্রান্ত হইনা অরুনাভ ;
মনে মনে ভেবে রেখেছি আমাদের আতঙ্কিত রাত্রীগুলোকে উৎসর্গীত করবো পরবর্তী প্রজন্মের জন্য!
ওরা আমাদের না ঘুমানো চোখের কালির বাটখারায় মেপে নেবে তাদের ভবিষ্যত ভালোবাসাবাসির পরিমাপ ।
জেনে রেখো অরুনাভ,
তুমিই আমার রচিত কবিতাগুচ্ছের প্রথম সংস্করন ;
ঠিক ঠাক গুছিয়ে স্মৃতি রোমন্থনের যোগ্যতা মোটেও নেই আমার অনুর্বর মস্তিস্কের !
তবু এতোটুকু বলতে পারি ;এমনটাই হবার কথা ছিলো হয়তো।
দিপাক্ষিক চুক্তিবিহীন যে স্মারকলিপিতে তুমি আমি দু’জনে করেছিলাম সাক্ষর ,
এখন এই সূর্যাস্ত পরবর্তী সময়ে তাতে আমল দেবার সময় এলো !
অতোগুলো যুগ একের পর এক পেরিয়ে আজ বুঝি সময়ের হালখাতা গোটানোর সময় এলো।
অরুনাভ,
তুমি আমি মিলে দেখে নিও ঠিক এইটুকু পথ পাড়ি দেবো।

Add to favorites
2,246 views