গল্প এড়াতে গল্প -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 29, 2017
একদিন চিৎকার করে কেঁদে উঠবো!
ভূমিষ্টজাত নবজাতকের মত, এদিক-ওদিক হাত পা ছুঁড়ে
ঈশ্বরকে জানান দেব; আমি আসছি।
শিলনোড়ায় পিষে দিয়ে কামুক ক্ষুধিত লাজ
শব্দের চিৎকার ছুটে যায় আঁধারে
মধ্যরাতে বালিশ চেপে লুটপাটের শরীর দেখে,
ঔর্ধ্ব-দৈহিকতায় পাশা খেলে বোবা কান্নার দল।
বুকে মাথা চারা দেয় হাজারো প্রশ্ন, তবে
লীলাবতীর শরীরের ভাঁজে শ্বাসচাপা গোঙ্গানী কেন?
নিজের ভিতর সমযোতা টানি,
ওদিকে বরফ গলে যায় উষ্ণতার অভিলাষে।
রাত্রী গভীর হলে কানে ভাসে লীলাবতীর ফোঁসফোঁস আওয়াজ
অভিমানী মুখ গোপনে কাঁদে নির্লজ্জতায়
গল্প এড়াতে গল্প জুড়ে ঘরের থালা-বাসন; টুংটাং
মনে পরে দাদীমার বুলি,
বিশাল বক্ষ তলে পৃথিবী ধারণ করা আকাশের বুকে
একটিও নক্ষত্রের স্থায়ীত্ব নেই;
দিন শেষে সবই ফাঁকা, তুমি একা; আমিও একা।
একদিন তুমুল বর্ষণে পৃথিবীর জমিন ভিজিয়ে
চোরাবালি পথে নিষিদ্ধ রাত্রী বেছে নিয়ে,
চুপি চুপি বুকের নীলনদ হাঁটু জলে
নগ্নিকা হবো, শিরিষের গন্ধ মেখে; নিঁখোজ হবো।
একদিন বুকে চাপা পাথর সরিয়ে;
চিৎকার করে কেঁদে উঠবো।

Add to favorites
505 views