গাঁয়ের ছেলে ॥ এসপিএস শুভ -
Sps Shuvo
Published on: নভেম্বর 30, 2019
গাঁয়ের ছেলে
কবি এসপিএস শুভ
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
গাঁয়ের ছেলে শহর গেলো
দেখবে ঘুরে-ঘুরে,
হাসি খুশি মুখটা তাহার
এবার গেলো ছুড়ে।
শহর গিয়ে লোকের ভীরে
মরে মরমর দশা!
ফাঁসলো কোথায় গাঁয়ের ছেলে
আপন প্রাণ টা-কশা।
শহর থেকে গাঁয়ে ফিরে
সাজে শহর বাবু;
গাঁয়ের লোকে পাগল বলে-
হয়ে যায় যে কাবু।
গাঁয়ের ছেলের চলন বলন
কোথায় গেল যে হায়!
অহংকারী ভাবটা নিয়ে-
আজ হলে অসহায়।
ভাবটা কেন ধরো তুমি?
থাকো মিলে মিশে,
সবার সাথে খেলা করতে
ব্যথা লাগে কিসে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
প্রকাশিতঃ পাহাড়ের কান্না
ধরনঃ যৌথ কাব্যগ্রন্থ
প্রকাশনীঃ অনন্য প্রকাশনী
সম্পাদকঃ ফারুক আহাম্মদ।

Add to favorites
1,472 views