গানের ভুবন -
রুপক চৌধুরী
Published on: মে 12, 2018
ইচ্ছে ছিল মনের মাঝে তালিম নেব গানের,
সুরে সুরে বলবো সকল মনের কথা প্রাণের ।
কোমল সময় উল্কা বেগে কখন চলে গেল,
কান্না হাসির তরী বেয়ে গান শেখা না হলো ।
কর্ম নিয়ে যোগ দিয়েছি প্রাইমারি শিক্ষায়,
সংযোজিত হলো যে গান পাঠ পরিক্রমায় ।
সুযোগ পেলাম গান শিখনের তাই সরকারি ভাবে,
এমন দারুণ সুযোগ বলো কোথায় কখন পাবে ।
দেশের গান দশের গান প্রকৃতির সব গান,
নান্দনিক আর সৃজনশীল হোক সকল শিশুর প্রাণ ।
ভাষার লড়াই মুক্তিযুদ্ধে রসদ দিলো গান,
কালে কালে সব বিপ্লবে গান দিয়েছে প্রাণ ।
কোমল মনের বিকাশ ঘটায় গানের সপ্ত সুর,
সেই সুরেতে হিংসা বিদ্বেষ যাবে অচিন পুর ।
ছয় দিনেতে নিলাম কিছু গানের মৌলিক শিক্ষা,
জয়ন্তী আর রেহানা ম্যাম দিয়েছে সেই দীক্ষা ।
গানের গলা তিক্ত আমার ভালো করে জানি,
তবু কিছু গান শিখেছি এখন থেকে মানি ।
#
বি:দ্র: প্রাইমারী পর্যায়ে সংগীত বিষয়ক ট্রেনিংয়ের
সমাপনী দিনে সহকর্মীদের আগ্রহ প্রকাশে পদ্যটি লেখার প্রয়াস।
“যে সংগীত ভালোবাসে তার জীবনে নিঃঙ্গতা থাকে না”-এডিসন।

Add to favorites
527 views