গ্রহন -
হতাশা কুইন
Published on: মার্চ 18, 2016
কারো কারো জন্য গ্রহন লাগে অকালে
কারো জন্যে পৃথিবী অনুতপ্ত, সাধন বিফলে
পাখীর কলতান,প্রস্ফুটিত রঙ্গনা; হৈমন্তি বাতাস
শিশির হয়ে ঝড়ে পরা স্বচ্ছ প্রেম কেবল
নিষিদ্ব মোড়কে ঢাকা পরিত্যাক্ত উচ্ছাস!
এদিকে আঁধার, ওদিকটাই কালো রথ
পরিভ্রমন শেষে থেকে যায় অবশিষ্ট পথ
মনের ক্ষুদায় মর্মপীড়া,দেহের ক্ষুদা মৃয়মান
কে কারে কাঁদায়, নিশিথে জাগায়
প্রিয় দোসর বলো,কে করে কার সাথে অভিমান!
কারো জন্যে প্রেমলিপ্সা ব্যাভিচার
কারো গায়ে প্রসূতির মোহর সর্বাকার
লাজুকতায় অবনত, লোমশ বুকে হুংকার
হয়না হয়না, আঁখিমিলন কারো
অপঘাতে চিত্তমরন, দেহ অনাদিকাল নির্বিকার!
পৃথিবীর কাছে আমি কিছু চাইনা
পৃথিবীর কাছে চাওয়ার কিছু নেই
মন ছুড়ি শ্মশানে, দেহের অন্তিমকরণ বহুকাল
ব্যাগ্রতায় আঁখি টলমল
বক্ষব্যাধীতে শুরু হয় নিত্য সকাল।
মার্চ ১৮,২০১৬

Add to favorites
2,084 views