ঘুমাও তুমি -
এইচ বি রিতা
Published on: মার্চ 15, 2012
ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমপাড়ানির কোলে
ভালবেসে চুমু দিব, মাথা রাখো কোলে!
আলতো করে হাত বুলাবো, শান্ত চোখের কোলে
মায়া দিয়ে জরিয়ে রবো; দুঃখ সবি ভুলে!
চাঁদর টেনে গায়ে জোড়াবো, যদি যাও ভুলে!
মাথার পাশে দাঁড়িয়ে রবো; চোখ টলমলে! ,
নিরব চোখে চেয়ে রবো, ঘুম ভেঙ্গে যায় বলে
কপাল জোড়ে চুমু খাব, ভালবাসি বলে!
নিঃশ্বাসেতে মিশে যাব, স্বপ্নচোরার দলে
হাজার বছর বুকে রাখবো; স্বপ্ন দেখা্বো বলে!
ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে !
ভালবাসার ঘর বানাবো, দুঃখ সব ভুলে!!

Add to favorites
2,123 views