ঘড়ির একটি ছোট কালো হাত -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 12, 2016
বলো, এটা এক অসমাপ্ত ছাঁপ,সাদা- কালো, অগ্নি রক্তলাল!
অলৌকিক অভিনয় অধীর এক মোহ, বাস্তবতার চেয়েও সত্য
কাঠপোড়া রোদে শরীর দিয়েছো বিছিয়ে- মহাপ্রাণ সাগর সাড়া
সেখানে কল্পনা শক্তিতে সত্যিগুলো হয়ে ওঠে অবান্তর,
সারাটা জীবন দাগকাটা অভিনয়ে স্নান ঘড়িতে এক অসমাপ্ত ছাঁপ…..

Add to favorites
1,097 views