চঞ্চলা চঞ্চল বঁধুয়া -
Nancy Dewan
Published on: অক্টোবর 15, 2020
চঞ্চলা চঞ্চল বঁধুয়া চলে পুকুর ঘাটে
লাল শাড়িতে তাঁকে দারুন লাগে
হাতের কাকন পায়ের নূপুর
বাজে তালে তালে ।।
রিমঝিম বৃষ্টি পরে
গাছের সারি নড়েচড়ে
সবুজ প্রান্তর কোন সুদূরে
সে দূর, দূরের পথে
পথ হারিয়ে যাই ভেসে ভেসে
সে কোন সুদূরে ।।
চঞ্চলা চঞ্চল
বউ শাড়ীর সাজে আঁচল গোঁড়া
নিখুদ কাজে পায়ের নুপুর বাজে
ঝলমল ঝলমল
পায়ের নুপুর বাজে তালে তালে
চোঁখের পানি টলোমলো
স্মৃতির ভাঁজে মাঝে মাঝে হারিয়ে যাই
কোন সুদূরে ।

Add to favorites
613 views