চন্দ্রাহত প্রণয়ী -
somia
Published on: ডিসেম্বর 12, 2017
সৃজনকর্তার সাথে বাজি ধরেছি-তোমায় নিয়ে
এক অনুপল না হারানোর বাজি।
আমার ঘরের প্রতিটা নক্ত আলোকিত হবে
জ্যোৎস্না আলোকিত তোমার ধৃষ্টতা দেখে।
তোমার কনীনিকার গহীনে সুপ্তি যেতে চাই-অনন্তকাল
তোমার কান্ধে অনুবন্ধীত হওয়া-সব অলীক কল্পনা।
ভুলে গিয়েছি অদৃষ্ট বলেও কিছু আছে
নিজের পাণিতে যে কিছুই থাকেনা।
তাইতো লাল শাড়ির সাজানো স্বপ্ন
সাদা কাপড়ে অবস্থান্তরিত হলো-মৃত্যুর ছলে।
সাজানো পালকি মৃতের আলয় চলে গেলো।
আর আমি,
থেকে গেলাম অদৃষ্টের ছলে হেরে যাওয়া-চন্দ্রাহত এক প্রণয়ী হয়ে!

Add to favorites
872 views