চপলা -
এইচ বি রিতা
Published on: মে 14, 2013
এক ফালি মৃগাঙ্ক হাসিছে আজি তম গগন জুড়ি,
অদৃশ্য ভিতর নড়িছে চপলার এ কাহার তরে।
তন সদৃস, অদৃশ লগ্নে মন যেথা বারে বারে হারে
উড়ু চঞ্চলা দিশাহীন চোখে কেবল কাঁদিয়া মরে।
বেলা ঢলিছে বিভাবরীর বক্ষে সমর্পন হিমাংশুর তরে
বিধি অনুসারে ইন্দুধনু জাগিছে নক্ষত্রের কোলাহলে।
সাধন ভজন বাকি যায় দিবারাতি, উড়ে মন উড়ে
তন মন আজি হাড়িছে বাজি, অপয়া কোন ঝড়ে।
চঞ্চলা ভীতু মরণ পণ করিয়া ঘর ছাড়িছে ঘর হতে দূরে
রাখিবে কে তাহারে বুকে জড়ায়ে, মন চলিছে অচীনপুরে।
সে চলিছে তরঙ্গ বাঁকে, জাগিছে কানন গিরি
জ্বলিছে তাহার অন্তরাত্মা সমাধী, আকাশ বাতাস চিরি।
ক্ষিপ্র চপল্ দেখেনা ফিরিয়া, দেখেনা তমিস্রারজনী ভেদিয়া
বিরহ ব্যাথা ভুলিতে উতলা, নয়নসলিলে চায় না ফিরিয়া।
চঞ্চলা অভীক, চঞ্চলা কৃশানু, অভিলাষ জাগিছে প্রাণে
রাখিবে কে তাহারে ভুজ বাঁধিতে, চিকুর উড়িছে বসন্ত গানে।
বিরোধ করিছে সুরলোক গমনে, জলে ভরিছে আঁখি
ওহে নৃপতি, ত্রিদশ অবনী; বাহুডোরে তারে রাখো ঢাকি।

Add to favorites
1,317 views