চাওয়া পাওয়া -
রুপক চৌধুরী
Published on: জুন 14, 2019
চাইলে কি আর হয় কী পূরণ মনের অভিলাষ,
ভাগ্য গুনেই হয় যে পাওয়া মনের কত আশ ।
ফুল চেয়েছি কাঁটাই পেলাম কত গাছের কাছে,
জীবন রথের পথের বাকে ব্যথাই জমা আছে ।
হাসি মুখে বরণ করি উল্টো পাওয়ার মালা,
দেখলো না তাইতো কেউ গহীনের কি জ্বালা ।
হৃদয় দিয়ে চায়েছি যা পাইনি তার কিছু,
আলো ভেবে আলেয়াটার নিলাম সদায় পিছু ।
চাইছে বলে দিয়ে দিলে ঘৃণার মালা তুমি,
হাসি মুখে নিলাম জেনো গলে তুলে আমি ।
সদয় হলো ভাগ্য আজি চাওয়া হলো পাওয়া,
হোক সে ঘৃণার গানটি তবু চাইতে গেলো গাওয়া ।
তুমি দিলে ঘৃণাই ছিটায় আতর মাখা ঘ্রাণ,
ছন্দ হয়ে কবিতা হয় তোমার অভিমান ।

Add to favorites
803 views