ছবি -
রুপক চৌধুরী
Published on: সেপ্টেম্বর 4, 2021
কোথায় আছে,কেমন আছে তারা,
ছুটছে দূরে,দেশ-বিদেশে ঘুরে,
দেওয়ালেতে হাসছে ঠিকে’ই অঝোরে,
হাতের কাছে নেইতো আজ আর যারা।
বিদায় নিলো অভিমানে নয়তো শেষ গানে,
মুচকি হাসির ঢেউ থামেনা এখনো তবু,
আসবে না ফিরে জানি, জায়না তো আসা,
ছবি দেখেই মনে পড়োক তাদের ভালোবাসা ।
আনমনে সবাই আমরা স্মৃতি নিয়েই বাঁচি,
কোনোটা সুখের কোনোটা বিষাদ মাখা,
হারিয়ে যাওয়া মুহূর্তরা ছবি হয়ে থাকুক,
যত্ন করে চোখের কাছে তাদের ধরে রাখুক ।
বিজ্ঞানের বিজ্ঞ দানের জুড়ি মেলা ভার,
সময়টাকে ধরে রাখে ছবির বুকে বেঁধে,
হারিয়ে যাওয়া মানুষগুলোর ঠিকানাটা তবু,
দেওয়ালের কংক্রিটে থাকুক ছবি হয়ে গেঁথে।

Add to favorites
570 views