জরিনার প্রেম(প্যারোডি) -
পেন্সিলে আকা পরী
Published on: অক্টোবর 28, 2016
হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পথ ঝোলাসমেত পৃথিবীর পথে,
দুর্গম পাহাড় থেকে আটলান্টিক মহাসাগর অবধি আমার এই ভাঙ্গা কোমড় নিয়ে।ম
অনেক ঘুরেছি;খুঁজেছি তোকে হায়
পাত্থরসম হৃদয় রে তোর দিলিনাকো দেখা ভেঙ্গে দিলি বুক !
চলতে চলতে আমার সাধের ঠ্যাংয়ের ছিলেছে যে ছাল,
তবু আশা বুকে চলেছি আমি ছাড়িনিকো হাল।
তোর বিরহে কানতে কানতে দুই চোখ আমার হলো যে অন্ধ ;
নাকের পানি চোখের পানি করলাম এক তবু হলিনা আমার,সব পরিশ্রম হলো যে পন্ড !
কুদ্দুস তুই এতো পাসন্ড ;তিলেক খানিক রহম নাই কি রে তোর দিলে ?
কি এমন হতো ময়নার মারে তালাক দিয়ে আমায় তোর বুকে তুলে নিলে?
আমি জরিনা করছি শপথ;
তুই যদি রে আমার না হোস,এক কোপে আমি করবো আলগা ধর হতে মাথাখানি তোর।
জীবনে প্রথম প্যারোডি কবিতা লেখার চেষ্টা করলাম।জানিনা কতটুকু পেরেছি

Add to favorites
1,490 views