জাগো বিবেক -
Zubaer Kajol
Published on: নভেম্বর 19, 2016
–জুবায়ের কাজল–
জাতির সব বিবেকেরা
সুপ্ত আছো এখনও যারা,
ঘুমন্ত না থেকে হও হুঁশিয়ার..
আর কতকাল এভাবে
হীন কাজের সঙ্গ দেবে,
নফসের গোলামী করবে কত আর?
দরজা-জানালা বন্ধ করে
ঘুমাও তোমরা কেমন করে?
দিনকে কি তোমরা বানাতে চাও রাত?
তোমরা না জাগলে ভাই
ভাল কাজের জায়গা নাই,
তোমাদেরই তো আনতে হবে, রাঙা প্রভাত..
সব ভয় দূরে ঠেলে
এসো তোমরা সবাই মিলে
অযথা ঘুমিয়ে থেকোনা তোমরা আর,
সব বাধা ভঙ্গ কর
শক্ত হাতে কলম ধর
আগামীর দিন গড় সম্ভাবনার..

Add to favorites
1,118 views