জাতীয় পরিচয় পত্র -
আসাদুজ্জামান শাওন
Published on: নভেম্বর 2, 2016
জাতীয় পরিচয় পত্র
আসাদুজ্জামান শাওন
——————————————
মহামান্য রাষ্ট্র!
শুনুন আজ আমি প্রচুর মদ খেয়েছি
একদম অসাড়,কোন চেতনা নেই
বিকৃত মস্তিষ্কে মাতাল শব্দে নিমজ্জিত প্রায়।
আপনাকে করার মতন একটা প্রশ্ন ছিলো আমার
উত্তর দিন!
দয়া করে অপরাগতা প্রকাশ করবেননা।
একজন মদ্যপ পানকারীর কথা শুনতে হবে আপনার!
আচ্ছা,যেহেতু আমি মদের নেশায় বিভোর;
বর্তমান সমাজ ব্যবস্থাকে যদি আমি ধর্ষণ করি
আপনি কি আমায় শাস্তি দিবেন?
জানি,আপনার উত্তর দিতে বেগ পেতে হবে,
এই নিন ধরুন;এক পেগ খেয়ে নিন
উত্তর দিতে বরং সহজ হবে রাষ্ট্র আপনার।
আহা!লজ্জা পাচ্ছেন কেন,আপনি?
খেয়ে নিন;গঞ্জিকাও সেবন করবেন প্রয়োজনে।
নেশার্ত মস্তিষ্কে সমাজ ব্যবস্থাকে
নাহয় ধর্ষিত ও অসুস্থ লালসার নির্মম শিকার হতে দেখবেন,
একজন মদ্যপায়ী,উন্মাদ মাতালের নোংরা কামনার সঙ্গমে।
অবাক হচ্ছেন!
তবে শুনুন-
শুনেছি আপনার দেশে নাগরিক হতে হলে
তাকে ধর্ষণকারীর জাতীয় পরিচয় পত্র অর্জন করতে হয়,
হয়ত একারনেই আপনার দেশে ধর্ষণ বৈধতা অর্জন করেছে।
রাষ্ট্র আপনার মূল্যবান সময় নষ্ট করলাম
আন্তরিক দুঃখিত এ মাতাল নাগরিক।
অনুমতি দিন আমায়,আপনার বে-আইনী হাতে-গড়া
সমাজ ব্যবস্থাকে ধর্ষণ করি,কামনা মিটাই!
যেহেতু আমি মাতাল আর ধর্ষণ পেয়েছে সর্বোচ্চ স্বীকৃতি।
অদ্ভুত হলেও সত্য-
মহামান্য রাষ্ট্র আপনার দেশে ধর্ষণ সত্যিই বৈধ।
(পটভূমি,ঘটনা সম্পূর্ন কাল্পনিক,কাউকে আঘাত দিয়ে নয়)

Add to favorites
1,518 views