জানোয়ার -
আলী আহম্মেদ
Published on: ডিসেম্বর 5, 2016
আমি কিছু পশু দেখেছি, কিছু মানুষ দেখেছি
আবার কিছু মানুষকে পশুর মতে হতে দেখছি!
আমি পার্থক্য খুঁজি মানুষের আর অমানুষের
নিজেকে দাবি করি বড্ড সুশীল
দেখি সব জানোয়ার একই প্রজাতির।
দেখছি তুই কত হিংস্র হতে পারিস
তুই যখন ক্ষমতার শিখরে
আমি দিন দিন তোর কাছ থেকে অমানুষ হওয়া শিখছি
পশুত্ব কে আমার মাঝে করছি বরণ
অথচ আমিও নাকি মানুষ হতে চেয়েছিলাম!
অমানুষ হতে হতে একদিন মানুষ গুলো বিপন্ন হয়ে যাবে
সেদিন তুই চিৎকার করবি, আমিও চিৎকার করবো
সব কিছু আধাঁরে ঢেকে যাবে
আলো পরবেনা কারও গায়ে বিন্দু মাত্র
চারদিকে শুধু থাকবে জন্তু জানোয়ার
মানুষের মত দেখতে দু’পায়ের জানোয়ার হয়ে যাবে অনেক বেশি।
04 December 2016

Add to favorites
743 views