জীবনচক্র ২ -
এইচ বি রিতা
Published on: জুন 19, 2013
বাস্তববাদী হওয়া ভয়ংকর কঠিন! তবে হতে পারলে, বাস্তবতা মেনে নেয়া সহজ হয়ে যায়।
কিছু কিছু সত্য, কিছু কিছু বাস্তবতা, ভিতর পুড়ে ছাড়খার করে দেয়! মনে হয় এই বুঝি শেষ।অবশিষ্ট বলে আর কিছু নেই।
কারো চলে যাওয়া, কারো ফেলে যাওয়া, কারো ভুলে যাওয়া, কারো বিশ্বাসের ঘরে অবিশ্বাসের মল পায়ে শব্দ ঝংকারে হ্নদয় তোলপার করে দেয়া…..বড় যাতনার। মেনে নিতে গিয়ে বুকের পাঁজর ভেঙ্গে গুঁড়ো হয়ে যায়। কোথায় যেন কিছু একটা ভাঙ্গা-গড়ার শব্দ হয়! যতদুর দৃষ্টি যায়, কেবল শবদেহ মারিয়ে পথ সরে যায় দূর হতে বহুদূরে।মনে হয়, এই বুঝি শেষ! অবশিষ্ট বলে আর কিছু নেই!
কিছুই শেষ হয়না! রেশ থেকে যায় অনাদীকাল।
আমরা বিভক্ত হতে পারিনা কেন? বাস্তবতার নিষ্ঠুরতা থেকে এক ধাপ এগিয়ে যেতে পারিনা কেন? কষ্টের গলিতে যে থুথু ফেলতে জানেনা, পৈশাচিকতার গায়ে বিদ্রোহের বহ্নিশিখায় অগ্নুৎপাত ঘটাতে জানেনা, বিশ্বাসঘাতকতার দেযালে মমতার জীবন্ত পোষ্টার হয়ে লেগে যেতে যাদের অনিহা, তাদের হারানো বড় সহজ। বিভক্ত হতে জানলেই কার দুঃসাধ্য আমাদের হারায়? কার স্পর্ধা আমাদের কাঁদায়?
একদিন বেঁচে থাকাও পরম সৌভাগ্যের! বল বীর, চির উন্নত মমশির! সিংহের মত গর্জে উঠো, শির উচ্চে পৃথিবীর নষ্ট গলির পথে দেখ কত শত নোনাজলে ডিঙ্গি নৌকা ভাসে। পৃথিবীর নিয়ম বদলে তার দাসত্বকে চমকে দাও। পৃথিবীকে জানিয়ে দাও তুমি কে ! কারো বদলে যাওয়ায় পিছিয়ে পড়া কেন?
পৃথিবীর বদলে যাওয়ায় আমাদের কিছু যায় আসেনা। মানুষের চলে যাওয়ায় আমাদের হতবাক হওয়ার কিছু নেই। পৃথিবী জানে, মানুষ হিসাবে আমরা তার থেকেও বেশী ভয়ংকর!
http://drkevil.com/home/jibonchokro-2/

Add to favorites
1,137 views