জীবনচক্র ৫ -
এইচ বি রিতা
Published on: জুলাই 1, 2013
পৃথিবীর দুঃখ বুঝতে গিয়ে পৃথিবীর গভীর থেকে গভীরে ডুবে যাই ।
কখনো মানুষের ভিতরের অমানুষটাকে চিনতে বৃদ্ধ কুকুরের পায়ের কাছে গুটিশুটি বসে থাকি!
পতিতার বুক চিরে আসা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে যেমন যখন তখন নষ্ট গলিতে ঢুকে পরি। মনে হয় এইতো জীবন,এইতো দুঃখ! এইতো জীবনের রুপ!
পরক্ষনেই দেখি আংগুলের ডগা থেকে পৃথিবী ছুটে যায়।
জীবনের খুঁজে গভীর থেকে গভীরে অধৈর্য্য অকেজু মগজ,
অনুভুতি তলিয়ে যায় অনুধাবনের আড়ালে!
অতঃপর টের পাই, টের পাই মাঝ রাতে বুকের গভিরে ঠকঠক হাতুরীর শব্দ! বাম পাশের ফুটো দিয়ে হাওয়া ঢুকে পরে বুকের গভীরে। স্নায়ুতন্ত্র নড়ে উঠে জানান দেয় আরো পথ বাকি।
আবারো পৃথিবীকে উপলদ্ধির আশায় বন্য শকুন হয়ে রক্ত শুঁকে শুঁকে লাশের খুঁজে এদিক ওদিক চতুর চোখের দৃষ্টিপাত আমার,
মুঠো ভরে কীট পতঙ মুখে গুঁজি! ডাষ্টবিনে এঁটো খাবার, মাটির বুক খামচে নেই আক্রোশে,আরো কতটা গভীরে গেলে শেষে নাগাল পাবো পৃথিবীর জ্বালা?
এবার আরো গভীরে যাওয়ার পালা।
http://drkevil.com/home/jibonchokro-5/

Add to favorites
1,101 views