জীবনাঙ্ক -
Rashed580
Published on: নভেম্বর 15, 2020
কি হবে ট্যান থেটা,কস থেটা,রুটওভার দিয়ে?
কিংবা মস্তিষ্কে বীজগণিত বপন করে সার্টিফিকেট ফলিয়ে?
যেখানে জীবনের সুত্রগুলো প্রতিনয়ত বদলে যায়।
কখনো কারনে বদলায়, কখনো অকারনেই।
কখনো বা স্বভাব সুলভ, কখনো বাস্তবতায়।
সব অঙ্কের সমাধান আছে।
নেই বেঁচেথাকার যন্ত্রণা থেকে মুক্তির কোন বৈধ সুত্র।
নেই বিরহের ত্রিমাত্রিক সমীকরণের সরল-গরল সমাধান।
তবু কোন পরীক্ষায় পাশের আশয় এ জীবনাঙ্ক গলাধ করণ?
যেখানে অকৃতকার্যতা বাধ্যতামুলক।
যেখানে কাগজের নোটে মুল্যায়িত হবে জীবনের সাফল্য।
তারপর অনাগত কাল এসে চাপা দিবে অস্তিত্ব।
অথচ এ ব্যার্থতার দায়ভার নিবেনা জীবনাঙ্ক মেলাতে না-পারা বর্তমান।

Add to favorites
539 views