জীবন মানে ## লেখা:মিনা -
Kolpona mina
Published on: নভেম্বর 3, 2019
কখনও কি দেখেছো ভেবে অনেক সময় গিয়েছে চলে
অনেক কিছুইতো হারিয়ে ফেলেছো এই ব্যস্ততার আড়ালে,
সবাই ছুটে চলেছে কিসের টানে ?
কখনও জানতে ইচ্ছে হয়েছিল এই জীবনের মানে ?
জীবন কখনও হাসায়, কখনও কাঁদায়,
আবার কখনও ভাবায়।
ভাবনার অন্তরালে নিজেকে বিলিয়ে দিয়ে কী জীবনের মানে খুঁজে পাওয়া যায় ?
ওই যে দেখছো উঁচু দালান ঐখানে যাদের বাস
ওদের কাছে নিচুতলার মানুষগুলোর জীবন শুধুই উপহাস।
ধর্ষিত হওয়া মেয়েটি আজ লজ্জায় বের হয়না বাহিরে
সমাজে তার নেই যে স্থান জীবনের নেই মানে,
জীবনটা তার লজ্জায় মোড়ানো জীবন্ত এক লাশ !
গরীব বাবার সন্তান যখন করলো মহাবিশ্ববিদ্যালয় পাস
চাকুরী খুঁজতে গিয়ে দেখলো ভিন্নতায় বসবাস,
জীবনের রঙিন স্বপ্নগুলো তখন দিলো বনবাস ।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষগুলো জানে
জীবন কত মহামূল্যবান,
মনের মধ্যে মৃত্যু ভয়ে আঁতকে উঠে মন
মৃত্যুদূত দুয়ারে এসে জানিয়ে দেয়,
ওপারে তোমার জন্য হচ্ছে আয়োজন
তাদের কাছে জীবন যেন এক করুন প্রার্থনা।
দিনমজুর খেটে খাওয়া মানুষের কাছে
দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়াই জীবন,
বিলাসবহুল জীবনের ধারণা তাদের কাছে অস্পষ্ট।
মা বাবা হারানো সন্তানের কাছে
জীবনের মানে অন্য দিকে মোড় নেয়,
মাথার উপরের ছাতা নেই যাদের
রুদ, বৃষ্টি ,ঝড় উপরে পরে তাদের।
অন্ধমানুষগুলো পায়না দেখতে আলো
তাই তাদের কাছে জীবনের রঙ কালো,
ঝাপসা চোখে পৃথিবীকে দেখছে যারা ,
জীবনটাকে মনে হচ্ছে কুয়াশার চাদরে ঘেরা ধূসর মরুভূমি।
মাঝে মাঝে মনে হয়
জীবন মানে অগণিত মানুষের আহাজারী!
আহাজারী খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য,
সম্ভ্রম বাঁচানোর জন্য,অধিকার আদায়ের জন্য,
একটুকরো আলোর জন্য।
জীবন মানে অন্ধকারে হাতড়িয়ে উঠা একটি দীর্ঘশ্বাস!
লেখক লেখিকারা জীবনের মানে খুঁজতে গিয়ে
শব্দ কুড়ান ।
জীবনটাকে ভিন্ন দিক থেকে দর্শন করেন
প্রকাশ করেন শব্দের মাধ্যমে,
বুঝিয়ে দেন জীবনের মানে এক নয় অনেক
জীবনের অর্থ ভিন্ন মানুষ ভেদে।

Add to favorites
2,323 views