পল্লী মায়া -
Farzana Parvin
Published on: অক্টোবর 3, 2019
কবিতা :পল্লী মায়া
লেখা :ফারজানা পারভীন।
রাতের আঁধারের বুক চিরে আসে সোনার রবি!
সোনালী আলো ছড়ালো ভুবনে তারই,
মাঝি পাল তোলা নাঁয়ে তুলেছে বাদাম,
দক্ষিণা হাওয়া লেগেছে পালে।
স্রোতস্বিনী কল কল শব্দে,
জেগে উঠেছে পাড়া।
আড়মোড়া দিয়ে কৃষানী
জেগে উঠে ভোর বেলা।
বলদ গাহি নিয়ে মাঠ মালায়,
কৃষকের কেটে যায় সারাবেলা।
মাঠ ভরা ফসলে ,স্বপ্ন দেখে চোখেতে,
নয়া ফসলে,নয়া আশা জাগে কৃষানীর বুকে।
নত লাগানো মিষ্টি মুখের হাসি দেখে,
বাতাসে ফসলেরা দেয় দোলা খুশিতে!
গামছায় বেঁধে আনে ভালোবাসার অন্ন কৃষানী,
ছায়া তলে বসে কৃষক-কৃষানী ক্লান্তি দূর করে যে,
গুটি গুটি লোকমা ধরে খাওয়ায় কৃষানী,
আহ!কি যে সুখ কৃষকের ঘরে বাহিরে।
সাঝের সুখতারা উঠে আকাশের গাঁয়ে,
উঠানেতে বিছায়ে বিছানায় কৃষানী দেয় গাঁ ,
আপন মনে গুন গুন করে গায় সুখের গান।
রাতের আঁধারে চাঁদের ভালোবাসার জোছনা,
উঁকি দেয় কৃষানীর কুঁড়ে ঘরেতে।।

Add to favorites
1,388 views