জীবন সায়াহ্নে -
এইচ বি রিতা
Published on: মে 10, 2013
জীবন সায়েহ্নে একাকিনী শকুন্তলা,
প্রভাত অংশু গিয়াছে হাড়ায়ে
জ্বোছনা ছেঁয়েছে তম বিষাদ্বে আজি
অমানিশা বাজুতে দ্বি-প্রহর দাঁড়ায়ে।
স্বর্নালী মোখর দিবাক্ষন রাতি
বহিয়াছে অকুল সাগরে
সময় হাড়িছে কালের বাজিতে;
রব উঠিছে সমীরনে।
চেনা মুখ চেনা সে গলি,
অচেনা তবু শহুরে গন্ধ
স্মৃতিরা ভিরে বারে বারে
জীবন দুয়ার যেথায় বন্ধ।
ভাসিছে সবি উর্মি দোলনে,
বারিধারা নয়নসলিলে যত
ক্লেশ ঢলিছে নব দিগন্তে
ঊষার আঁচলে উন্মাদনা মৃত।
ঝরে পরা পুষ্প দেখিছে চেয়ে
গাইছে স্মৃতির বন্দনা
দীগম্বর ভরিছে বেদনার ভারে
স্থিতিহীন সময় আর ফিরেনা।
কাশফুল মেঘমালা ডাকিছে পিছে,
ফেলে আসা শরতের গাংচিল
বিবর্ণ মন আছড়ে পরে উঠোনে
স্মৃতির ভাঁজে খুঁজে শাপলার ঝিল!
ফেলে আসা চার যুগ আসে না ফিরে,
চিত্তে উঠায় বেদনার ঝড়
পুরনো স্মৃতি ভিরে একাকী সন্ধায়
চেনা মুখ গুলো হয়েছে পর।
তটিনী বহে, বহে সময়ের স্রোত
তিমিররজনী পোহায় হেলায়
হয়না দেখা সেই মেঘদুতের মেলা;
যেথায় নক্ষত্রের ভালবাসায় সুধাকর হাড়ায়।
জীবন সায়াহ্নে আজি তব মন পুড়ে বিরহে,
একাকী দাঁড়ায়ে শকুন্তলা
ভাবিছে সিক্তনয়নে, চিকুর উড়িছে সমীরনে;
গিয়েছে ডুবিয়া বেলা।

Add to favorites
1,643 views