জীবন -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 1, 2015
ক্ষনস্থায়ী এ জীবন কত বিচিত্র! বহু রঙ্গে ভরপুর, ক্ষনে ক্ষনে রঙ বদলায়। কখনো লাল টুকটুকা ফুটন্ত গোলাপ, কখনো বিষাদে ভরা ধূসর গুধুলী।আবার কখনো বেদনায় নুইয়ে পড়া নীলপদ্ম।
তুচ্ছ অনেক আবেগে চোখ ঝাপসা হয়ে আসে। আবার প্রচন্ড ঝড়েও কি ভীষণ শান্ত স্থিরতা বিরাজ করে মনে।দেহ এখানে, মন ছুঁটে যায় এক আকাশ থেকে আরেক আকাশে।
অভিমানের বর্ণমালায় সাজানো ছায়ানীড়।জ্বানালার ফাঁকে এক ফালি জোছনার আলো । উঠোনে দাঁড়ানো অশ্বথ ছায়াতলে একলা মন ডিগবাজি খেয়ে যায় আকাশসীমায় ভালবাসার খুঁজে।
কষ্টেরও বুঝি এক আশ্চর্য কন্ঠ আছে। বিদায় বেলায় গুটিগুটি পায়ে গা ঘেঁসে আলতো চুম্বনে চিরছাপ রেখে যায়। সে অদৃশ্য ছাপে কষ্টের প্রতিধ্বনি ভেসে আসে নিশুতি রাতে। মন আবারো উড়ে যায় এক আকাশ থেকে আরেক আকাশে।
মনের গতিরোধ করে সাধ্য কার? বেঁচে থাকার কঠিন এক টানাপুরণে মনের গতি দিক হারায় ক্ষনে ক্ষনে। অস্থিরতা বড় ভয়ংকর নিষ্ঠুরতায় বাসা বেঁধে রয় মনের আনাচে কানাচে। জীবন চলে জীবনের গতিতে, মন পরে রয় সেই পিছনে স্মৃতির পৃষ্ঠা লেপ্টে। কে দেখে কার যাতনা। কে বুঝে কার বিরহ শোকগাঁথা!
সন্তর্পনে বুকের ভাঁজে গুঁজে রাখা একটি চিঠি। অজানায় উড়িয়ে দিলাম গোপন খামে ভরে। পৌছে যাক আমার চিঠি শহর ছেড়ে সবুজ মাঠে। পৃথিবীর দুর্ভিক্ষের সময়কাল পেড়িয়ে পথে পথে মিছিলের ভিরে। পৌছে যাক আমার চিঠি অজানায় কোন দূরের গ্রামে যেখানে এক মুঠো জলজোছনা মাঠ ছেয়ে আছে কেবল আমার প্রতিক্ষায়। উড়ে যাক আজ রাতে আমার গোপন চিঠি, বয়ে নিয়ে যাক সকল অস্ফুটধ্বনি নিজের ঠিকানায়। কিছু কান্না হোক আজ দুঃখমালা, ঊড়ে যাক মেঘমালা হয়ে রাতের আকশে।
কিছু বিষাদ হোক আজ আমার গোপন খামে বন্ধি।

Add to favorites
2,756 views