জোছনার রাত -
Farjana Shanta
Published on: আগস্ট 14, 2020
নির্মল জোছনার রাত,
আমার স্বপ্ন রজনীর
অনন্য জাত।
নিরালা নিষ্চূপে
গগনের এক পাণে বসে,
জোছনার চাঁদ,
আমার সাথে কথা কয়,
মুচকি হেসে।
চাঁদের স্নিগ্ধ হাসির আলোয়,
আমার বিস্তৃত মনকে ভুলোয়।
কেটে যায় আধার,
পূর্ব দিগন্তের সেই রজনীর আভায়।
এ কী উজ্জ্বল ঝলমলে ঝংকার!!
এটিই হয়তো এ রাত্রির
অহংকার।
এ রাত্রি জেগে ওঠে,
আমার হৃদয়ো মলিনতায়
প্রকৃতির গোধুলী মাখা মৌনতায়।
জেগে ওঠে,
আমার হৃদয়ো গহীন অনুভূতিতে,
প্রকৃতির অকৃত্বিম অনুপ্রেরুনিতে।
জোছনার নিথর রাত্রি যখন আলোছন্দে ছন্দময়,
আমার হৃদয় তখন হয়ে ওঠে আনন্দময়।
নিরব,নিষ্চূপ এই রাতে
চন্দ্র এসে কথা কয়,
আমার মৌন কবিতার সাথে।

Add to favorites
624 views