জোনাকির আলো -
Ahmed tipu
Published on: আগস্ট 8, 2019
আহাম্মদ টিপু’
—————–
তুমি যখন ছিলে আমার শহরে তাঁরার
আলোয়ে আলোকিত হত পুরো শহরটি।
ঝলমলে থাকতো শহরের এপাশ আর
ওপাশ আনন্দ ভরপুর থাকতো শহরটি।
তুমি যখন অভিমান করে চলে গিয়েছো
আমার শহর ছেড়ে তখন পুরো শহরটি,
অন্ধকার রুপে ধারন করেছিল তোমার
আমার স্মৃতিময় রঙিন শহরটিতে।
তুমি চলে যাওয়ার পর আমার শহরে
রোজই একদল জোনাকি পোকা আসে
জোনাকির পোকার আলোয়ে আলোকিত
করে রাখে আমার পুরোটা শহর।
রাতের আকাশে যেভাবে মিটমিট করে
তাঁরা আলো ঝলমল করে থাকে তেমন,
আমার শহরটি তে জোনাকির পোকার
আলোয়ে তাঁরার মত মিটমিট করে আলো ছড়ায়।
শহরের আলো এই সুন্দর জোনাকি
পোকাটির নজরে না পড়লে হয়তো
তোমার শূন্যতা আমাকে শেষ করে দিতো
বেঁচে থেকেও আমি মরে যেতাম তোমার জন্য ।
তাইতো তোমার সমস্ত স্মৃতি গুলোকে ভুলে থাকতে পারি জোনাকি পোকার আলোয়ে।
ভুলে থাকতে পারি তোমার দেওয়া কষ্ট গুলোকে

Add to favorites
1,851 views